আইন ও আদালত

সন্তানের অভিভাবকত্ব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

পারিবারিক আদালতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিচারাধীন মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ রায় সংশ্লিষ্টদের জানাতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) এক রিট মামলার চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

২০১১ সালে রংপুরের মেয়ে ও রাজশাহীর এক ছেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাদের ঘরে আসে এক কন্যাশিশু। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে শিশুটির মা পারিবারিক আদালতে মামলা করেন। শিশুটি তার বাবার কাছে ছিল। এ অবস্থায় শিশুটিকে ফিরে পেতে চলতি বছর হাইকোর্টে রিট করেন মা। আদালতে মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। শিশুটির বাবার পক্ষে ছিলেন ফৌজিয়া করিম ফিরোজ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button