কমিউনিটি পুলিশ সক্রিয় থাকা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা হয়নি


যেখানে কমিউনিটি পুলিশ সক্রিয় ছিলো সেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের সমাজে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সবাই মিলে থাকবো। সবাই মিলে আমরা সমাজ। সবাই মিলে না থাকলে সমাজ টিকবে না। সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে পাঁয়তারা হয়েছিল, তা আমাদের কমিউনিটি পুলিশ রুখে দিয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাখেন মোহা. শফিকুল ইসলাম। কমিউনিটি পুলিশের সদস্যদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের নিয়ে আপনারা চিন্তা করুন এবং এলাকার প্রভাবশালীকে নিয়ে অপরাধীদের কীভাবে প্রতিরোধ করা যায় সেটা দেখেন। অপরাধ করে ফেললে কীভাবে তাকে বিচারের আওতায় আনা যায় সেটা নিয়ে ভাবুন।
তিনি বলেন, করোনাকালীন গত দুই বছর আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিদিন দুপুরে ছয় হাজার মানুষকে খাবার দিয়েছি। আমরা খাবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, ক্ষুধার্ত কাউকে দেখলেই খাবার দিয়েছি, অসুস্থদের দেখলে আমাদের বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। আমাদের দুটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে গিয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ডিএমপির অ্যাম্বুলেন্সে একজন ড্রাইভার ছিলেন। তিনি নিজের জীবনকে বাজি রেখে ৩০০ করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়েছেন।
শফিকুল ইসলাম আরও বলেন, আমরা দায়িত্বের বাইরে গিয়েও অপরাধ দমনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে। অপরাধ সংঘটিত হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের দুটি চোখ দিয়ে যা দেখি তার সঙ্গে যদি সমাজে বসবাস করা শত শত মানুষ তাদের চোখ যুক্ত করেন, তাহলে সমাজের ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি থেকেই সব ধরনের অপরাধ দমন করা সম্ভব হবে। এই সমাজে আমরা বসবাস করি। আসুন আমরা এই সমাজকে সন্ত্রাস, মাদক, ইভটিজিংমুক্ত করে গড়ে তুলি।