দেশজুড়ে

বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা লেখা আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ, যা তদন্তে বেরিয়ে আসছে- সেটা চরিতার্থ করার জন্য পূজায় গণ্ডগোল লাগিয়েছিল। কিন্তু, সেটা এদেশের জনগণ গ্রহণ করে নাই।’

আইনমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই- এই কসবা-আখাউড়ায় ৬৭টি মণ্ডপে পূজা হয়েছে এবং প্রত্যেকটিতে শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৮০টি মণ্ডপে পূজা হয়েছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে নাই।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেওয়া উপহারের দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button