দেশজুড়ে
মমেক হাসপাতালে একদিনে ২ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মমেকে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ত্রিশালের দুলাল মিয়া (৫৫) ও জামালপুর মেলান্দহের জুলেখা বেগম (৫০)। ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।