ধামরাইয়ে বানরের খাবারের জন্য বাৎসরিক তিন লক্ষ ষাট হাজার টাকা সরকারি বরাদ্দ অনুমোদন


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় সুপ্রাচীন কাল থেকেই বসবাস করছে ঐতিহ্যবাহী বানর কুলের। কিন্তু এ’বানর কুলের খাদ্য সংকট দীর্ঘ দিন ধরেই চলছিল। বিভিন্ন সময়ে মাঝে মাঝে কিছু ব্যক্তির উদ্যোগে বানর কুলের জন্য খাবার সরবরাহ করতে দেখা গেলেও তা তাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল ছিল।এর জন্য বানর কুল প্রাণিগুলো চরম খাদ্য সংকটে ভুগছিল যার কারণে বিভিন্ন সময়ে ধামরাইয়ের বিভিন্ন জনের বাড়িতে খাবার সংগ্রহের হামলা করতো, রাস্তা দিয়ে ফল জাতীয় কোন খাবার নিয়ে যাওয়ার সময় তারা ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো।
অবশেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর উদ্যোগের কারণে খাদ্য সংকটের দুঃখ ঘুচেছে বানর কুল প্রাণিগুলোর।
বানর কুল প্রাণিগুলোর জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা হিসেবে বাৎসরিক তিন লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। এ’তথ্য জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী মহোদয়।
উল্লেখ্য- গত ২৮ সেপ্টেম্বর “প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন ” বিষয়ের উপর স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
রোববার ( স্হানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ সামছুল হক মহোদয় কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত ও স্মারকের পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রাকৃতিক ভাবে বিদ্যমান খাবার বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেক ব্যায়ে প্রশাসনিক অনুমোদন দেয়ার নির্দেশ দেয়া হলো।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তার ফেইজবুক পেইজে প্রকাশ করে লিখেন- অবশেষে ধামরাই উপজেলার বানর গুলোর প্রতিদিনের খাবারের একটা ব্যবস্হা হলো।
আরো উল্লেখ্য – ধামরাই উপজেলা পরিষদের প্রায় চার কোটি টাকার রাজস্ব তহবিল থেকে এই প্রাণিগুলোর জন্য বছরে তিন লক্ষ ষাট হাজার খরচ করা হলে আশা করি কারো কম পড়বে না।
এতে ধামরাইবাসীর অকুন্ঠ প্রশংসা পেয়েছেন।ফেইজবুকে বিভিন্ন জন ইউএনও মহোদয়ের এই পোষ্ট তাকে ধন্যবাদ জানিয়ে অনেকেই শেয়ার করেছেন।
এ’বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন – বানরের খাবারের বরাদ্দের জন্য একমাস আগে আবেদন করেছিলাম।বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। আমি সবার সম্মতিতেই এ’আবেদন করেছি।এমন একটি ইতিবাচক সিদ্ধান্তের কারণে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।