ক্যাম্পাস

কুবিতে সশরীরের ক্লাস নেওয়ার তারিখ ঘোষণা

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আগে ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আবারও আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১তম সিন্ডিকেট বৈঠক শেষে এ সব তথ্য জানিয়েছেন কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে রেজিস্ট্রার বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ আজকের সিন্ডিকেট বৈঠকে অনুমোদন পেয়েছে। সুপারিশ ছিলো আগামী ২ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, সার্বিক একাডেমিক কার্যক্রম শুরু করা এবং আগামী ২৭ তারিখ থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি নিয়ে সার্বিক প্রস্তুতির জন্য ইতোমধ্যে একটা কমিটি রয়েছে। তারা বিষয়গুলো দেখবেন। এছাড়া ক্যাম্পাসে যেহেতু পরীক্ষা (সশরীরে) চলছে, সেহেতু সেখানে ক্লাস চলতে কোনো অসুবিধা নেই। তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আরও মনিটর করা হবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ প্রেক্ষাপট বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি শিক্ষা কার্যক্রমসহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ রয়েছে৷ তবে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তিন ধাপে সশরীরে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button