চরম খাদ্য সঙ্কটের মুখে আফগানিস্তান, জাতিসংঘের সতর্কতা

0
75

জরুরি কোনো পদক্ষেপ না নেয়া হলে আফগানিস্তানের লাখ লাখ মানুষ আসন্ন শীতে ভয়ানক খাদ্য সংকট মোকাবেলা করবেন। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সতর্কবার্তা দিয়েছে। সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্ব সংস্থাটি বলছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি চরম খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ সংখ্যা ২ কোটি ২৮ লাখের মতো। তারা বলছে, দেশটির পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু চরম পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেন, ‘আফগানিস্তান বিশ্বের চরম মানবাধিকার সংকটে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম; এটা যেনো চরম পর্যায়ে না যায়।’ তিনি বলেন, ‘আমরা বিপর্যয়ের দিন গণনার মধ্যে আছি।’

গত ১৫ আগস্ট আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান। এর পরই দেশ ছাড়া হন বহু আফগান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানে সহযোগিতা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করে। সার্বিক কারণে বিপর্যয়ের মুখে পড়ে আফগান অর্থনীতি। চরম বিপাকে পড়েন দেশটির সাধারণ মানুষ।