দেশজুড়ে
কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২৩ অক্টোবর শনিবার সকাল ১১.০৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
“গতি সীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শ্লোগানকে সামনে রেখে র্যালিটি নগরীর শিববাড়ি মোড় হতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব বিমল কৃষ্ণ মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খন্দকার আবু হাসান এবং খুলনা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।