সূচকের বড় পতনে চলছে পুঁজিবাজারের লেনদেন


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৭টির। অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ারের দর।
ডিএসই ও সিএসই সূত্র এ তথ্য জানায়। আজ সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৭৭ ও ২৬৬০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি শেয়ার। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হল- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, জেনেক্স, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, সাইফ পাওয়ার, সামিট পাওয়ার এনআরবিসি ব্যাংক ও জেনেক্স।