দেশজুড়ে

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি  গত ২২ অক্টোবর শুক্রবার খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা আফিলগেট চেকপোস্টে চেকিং ডিউটি করাকালে ১০.৩০ ঘটিকার সময় উক্ত থানাধীন আটরা আফিলগেট বাইপাস পুলিশ চেকপোস্টের সামনে খুলনা যশোর মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ খলিলুর রহমান(৩৮), পিতা-সোবহান হাওলাদার, মাতা-হাসিনা বেগম, সাং-মানিকতলা মহেশ্বরপাশা (জনৈক হাজী ফারুকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দৌলতপুর, জেলা-খুলনা’কে একটি বাজারের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো কসটেপ দ্বারা আবৃত ০১ (এক) পোটলা গাঁজা, যাহার ওজন ০১ (এক) কেজি এবং যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা’সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খানজাহান আলী থানার মামলা নং-১০, তাং-২২/১০/২০২১ , ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ২৩ অক্টোবর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button