দেশজুড়ে

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুরঃ “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় পিরোজপুর পুরাতন বাস স্টান্ড থেকে একটি র্যালি শুরু করে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন পিপিএম সেবা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, জেলা সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিআরটিএ’র ইন্সপেক্টর আব্দুল মতিন, জেলা সড়ক ও জনপদ এর নির্বাহী কর্মকর্তা, জেলা শ্রমিক লিগের সভাপতি মজনু তালুকদার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হান্নান শেখ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চালক পথচারী সবাইকে সচেতন হতে হবে। একটি দূর্ঘটনার জন্য একটি পরিবার ধংশ হয়ে যায়। চিত্র নায়ক ইলিয়াস যে আন্দোলন শুরু করেছে সেটি আজ দেশসহ দেশের বাইরেও একটি রোল মডেল হিসেবে দাড়িয়েছে।

বক্তারা আরও বলেন পিরোজপুরের বিভিন্ন সড়কে ইট, বালু ও অন্য অন্য মামলা যেন না রাখে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ রাখতে আহবান জানান কতৃপক্ষকে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিআরটিএ’র উচ্চমান সহকারী রেজা মোল্লাসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা বৃন্দ।

এ সভাটি আয়োজন করেন পিরোজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা বিআরটিএ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button