দেশজুড়ে

রূপগঞ্জে মন্ত্রী গাজীর নি‌র্দেশনায় পূজামন্ডপ প‌রিদর্শন ক‌রে‌ছেন আ’লীগ নেতা আনছর আলী

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বী‌দের ধর্মীয় উৎসব লক্ষীপূজা উপল‌ক্ষ্যে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতী‌কের নি‌র্দেশনায় ইছাপুরা বাজার নাগর ঘোষ বা‌ড়ি পূজামন্ডপ প‌রিদর্শন ক‌রে‌ছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী। বুধবার সন্ধ্যায় এ পূজামন্ডপ প‌রিদর্শন ‌ক‌রেন তি‌নি।

এ সময়, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, আওয়ামীলীগ নেতা নবী হো‌সেন, ম‌নির হো‌সেন, আব্দুস সালাম, মিঠু খন্দকার ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবম‌হিলালীগের সভাপ‌তি ‌জিন্নাত জাহান জিসান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শারাফত আলী সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button