দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে সুধীজনদের সাথে পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে শিক্ষক সমাজ ও সুধীজনদের সাথে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ঃ৩০ মিনিটে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম , আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ বাবু। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী নেতা হাজী বাবলু, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল,সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফউদ্দৌলা,সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক ও স্কুল কলেজের শিক্ষকবৃন্দ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এ পৌরসভার উন্নয়ন ও নানাবিধ সমস্যা সমাধান করতে হলে নৌকা প্রতীকে ভোট দেয়া ছাড়া কোন বিকল্প নেই। সকলকে দল-মত-নির্বিশেষে আগামী ২ নভেম্বর নৌকা প্রতীক কে বিজয় করতে একযোগে কাজ ও ভোট দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button