দেশজুড়ে

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ভোলায় আওয়ামীলীগের মানববন্ধন

ইয়ামিন হোসেন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক পিপি এডভোকেট জুলফিকার আহমেদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুল্লাহ্ নাজু, অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুরআন অবমাননাকারী যেই দলেরই হোক তদন্তসাপেক্ষে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এবং কোন মুসলমান বা হিন্দু পবিত্র কুরআন কে এমন অবমাননা করতে পারে না এটা একটি কুচক্রী মহলের কাজ।

এই সময় বক্তারা বলেন, ভোলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবর্দা সর্তক থাকবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী নিয়াজ পলাশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button