শ্রীনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা


আরিফুল ইসলাম শ্যামল: “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ১৮ অক্টোবর দিনটি এ বছর থেকে “শেখ রাসেল দিবস” হিসেবে পালিত হবে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, কৃষি অফিসার শান্তনা রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টার দিকে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।