দেশজুড়ে

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ১৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ৬৮ জন। এদের মধ্যে করোনা পজিটিভ আটজন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন সাতজন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৭৩ জন। এদিকে হাসপাতালের দেওয়া তথ্যমতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, মৃত পাঁচজনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং নাটোরের একজন রোগী ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button