বিনোদন

মা হলেন আনিকা কবির শখ

গোপনে বিয়ে ও সন্তান সম্ভবা হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি তিনি প্রথম সন্তানের মা হয়েছেন। তবে মা হওয়ার খবর এত দিন গোপনেই রেখেছিলেন শখ। বৃহস্পতিবার জানা গেল, রাজধানীর আজগর আলী হাসপাতালে গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যা জন্মের ২০ দিন পর শখের স্বামী রহমান জন ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিকা কবির শখ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কলিজার টুকরা মেয়ের মুখ দেখার সৌভাগ্য হলো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’শখ তার মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। বর্তমানে মায়ের কোলে সে সুস্থই আছে।

শখ আরও বলেন, ‘ইম্যাচিউর বেবি হওয়ার কারণে কয়েকদিন একটু সমস্যা হয়েছিল। যার কারণে সাথে সাথে কাউকেই জানানো হয়নি। তবে এখন আমি ও আমার বাচ্চা দুজনেই ভালো আছি।’

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসায়ও থাকেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button