জাতীয়

সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল।

বৃহস্পতিবার(১৪ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপূজার চতুর্থ দিনে নবমী পূজাতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এই দাবি জানান তিনি।

এসময় তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দিরে এযাবৎ যত উন্নয়ন কাজ হয়েছে তার সবটুকুই আপনি (শেখ হাসিনা) করেছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।

সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, এদেশে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন করার অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্নাত্মানন্দ মহারাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় সভাপতিত্ব করছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button