কেএমপি’র অভিযানে মাদকদ্রব্য সহ ৫ বিক্রেতা ও ১ সেবনকারী গ্রেফতার
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রাব্বি হাসান ইসা(২০), পিতা-কুটি মিয়া, সাং-আমগ্রাম বাজার, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-বসুপাড়া চিরুনী ফ্যাক্টরীর মোড়ে, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) রনি শেখ(২১), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-তালা, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বসুপাড়া চিরুনী ফ্যাক্টরীর মোড়ে, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ ফাহিম হোসেন(২৫), পিতা-মোঃ শাকিল হোসেন ওরফে নজরুল, সাং-বঙ্গবাসী মোড়, থানা-খালিশপুর; ৪) মিজান শেখ(২২), পিতা-বাবলু শেখ, সাং-মাষ্টারপাড়া, থানা-খুলনা এবং ৫) রীনা সুলতানা(৩৪), স্বামী-নয়ন ইসলাম, সাং-পূর্ব বয়রা কাদের সরদারপাড়া, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকাহতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৬) মোঃ আলমগীর সরদার(৩৬), পিতা-মৃত: তাজেল সরদার, সাং-মহিষের চক, খরাজপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-রেলিগেট নগরঘাট, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’কে মাদক সেবন করার অপরাধে দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ১২ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।