দেশজুড়ে

দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৫ দিন আমদানি রফতানি বন্ধ

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের জন্য বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরস্থ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা পাঁচদিন বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর রোববার থেকে যথারীতি চালু হবে।

কাস্টমস সুত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার, সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স এসোসিয়েশনের যৌথসভায় আগামী ১২ অক্টোবর (মঙ্গলবার)থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। এই বিষয়ে একটি চিঠি বুড়িমারী স্থল কাস্টমস ও আমদানি রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button