দেশজুড়ে

বাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর ডোমার উপজেলায় মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মেয়েরও মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯- অক্টোবর) উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) মৃত্যু হয়।

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আজগর আলীর (স্ত্রী), মজিবুল হকের মেয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে রাবেয়া খাতুন (৪০) এরো মৃত্যু হয়।

মজিবুল হকের ছেলে হারুন অর রশীদ জানান, দীর্ঘদিন ধরে বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে মারা যান তিনি। কিছুক্ষণ পর মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর যায় বড় বোন রাবেয়া খাতুনের কাছে (৪০)। খবর শুনে রাবেয়া খাতুনের বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোন কিছু বুঝে ওঠার আগেই মারা যান রাবেয়া।

হারুন অর রশিদ আরো বলেন, আমার বোনের শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে দুই জনের লাশ একসাথে দাফন করার সিন্ধান্ত হয়। দুপুরের নামাজের পর জোড়পাখুড়ী জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button