দেশজুড়ে

তালতলীতে র‍্যাব অভিযানে ৩৫০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে র‌্যাবের অভিযানে ৩৫০গ্রাম গাঁজাসহ মো.নবীন হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদ্যসরা

রবিবার (১২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শানুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের
ভিত্তিতে লেঃ কমান্ডার মো.শহিদুল ইসলাম পিসিজি এমএস, বিএন কোম্পানী অধিনায়ক র‌্যাব-৮ সিপিসি -১ পটুয়াখালী ক্যাম্প এর নেতৃত্বে মো.নবীন হোসেন কে আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মো.শহিদুল ইসলাম বলেন,শানুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫০গ্রাম গাঁজাসহ নবীন হোসনকে আটক করা হয়।পড়ে আলামতসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ