দেশজুড়ে

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ‘বার মাসে তের ফল, না খেলে যাবে রসাতল।’ অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দুই দিনব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখিত খনার বচনটি উল্লেখ করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক মাহাবুর রহমান।

তিনি বলেন, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য দৈনিক দরকার ২৫০-২৬০ গ্রাম ফল। কিন্তু আমরা কতটুকুই বা খাচ্ছি! যা খাচ্ছি তা নিরাপদ কী না সেটিও বলা মুশকিল। সব কিছুতেই ভেজাল। কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য দরকার নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য পেতে হলে চাই বিষমুক্ত ফলমূল ও শাক-সবজি। তাই রোগমুক্ত থাকতে হলে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করা জরুরি। নিজের চাহিদা আমাদের নিজেকেই পুরণ করতে হবে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির মাত্র দেড় শতক জমি হলেই তা সম্ভব। যা ৪/৫ সদস্যের পরিবারের সারা বছরের পুষ্টির চাহিদা পুরণ করবে। এ জন্য পুরুষের পাশাপাশি নারীদের জন্যও এই প্রশিক্ষণ।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল কবিরের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-পরিচালক মাহাবুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সায়েরা বানু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম ফরিদুল হক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাদেক হোসেন।

বৃহস্পতিবার সমাপনী দিনে পুষ্টি বাগান স্থাপনে করণীয় ও উপকারিতা নিয়ে আলোচনা করেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ এনামুল হক।

পরে কৃষক-কৃষাণিদের মাঠে নিয়ে জমি তৈরি করাসহ দেড় শতক জমিতে বিভিন্ন শাক-সবজির চাষ করে দেখানো হয়। শেখানো হয় বিষমুক্ত সবজি চাষের বিভিন্ন পদ্ধতি।

শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে পেঁপে, পেয়ারাসহ বিভিন্ন চারা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button