করতোয়ায় মাছের পোনা অবমুক্তকরণ করলেন এমপি তানভীর ইমাম


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদী সহ ৯টি পয়েন্টে ৫৭০ কেজি দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
সোমবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার সোনতলা ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে মিশ্র জাতের রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়োজিত আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।