দেশজুড়ে

উল্লাপাড়ায় পানিবন্দি মানুষের মধ্যে এমপি তানভীর ইমামের ত্রাণসামগ্রী বিতরণ

উল্লাপাড়া (সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা প্রত্যন্ত এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে এ সমস্ত ত্রাণসামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এমপি তানভীর ইমাম।

উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জানান, বর্ষার পানিতে উপজেলার বেশকিছু নিম্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উধুনিয়া ইউনিয়নের বাগমারা প্রত্যন্ত এলাকার প্রায় তিন’শ পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উধুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ বাগমারা স্কুল এন্ড কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল করিম বাচ্ছুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম (এমপি)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button