মাগুরার মহম্মদপুরে শেখ রাসেল হাডুডু খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত


মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুরে ৫ম বার্ষিকী শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া শেখ পাড়া ইট ভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম বনাম মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রাম। এই ম্যাচে যশোবন্তপুর গ্রাম বিজয়ী হয়। খেলা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে শত শত দশকের ভিড় জমে মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ: লীগের সভাপতি মোসলেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ: লীগের সভাপতি শিকদার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাজ্জাদুর রহমান সংগ্রাম, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চুন্নু মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবসায়ী মোঃ বাবলু শেখ। ম্যাচের ২য় খেলাটি আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে।