দেশজুড়ে

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে নকল প্রসাধনী উদ্ধার, আটক-৭

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমান নকল প্রসাধনীসহ ৭ জনকে আটক করেছে জামালপুর ডিবি পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর-ভবসুর ঠাটাপাড়া এলাকা হতে এসব প্রসাধনীনসহ ৭ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন যাবত দেশের কুষ্টিয়া জেলা ও বিভিন্ন জেলা হতে জামালপুর এসে প্রতারক চক্রটি দেওয়াগঞ্জসহ জেলার বিভিন্ন গ্রাম গঞ্জে এসব নকল প্রসাধনী বাজারজাত করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবি পুলিশের এসআই আবু সালেহ শাহীন এর নেতৃত্বে এএসআই আমিরুল ইসলাম,এএসআই জিয়াউর রহমানসহ সংগীয় ফোর্স নিয়ে গত বুধবার রাতে অভিযান পরিচালনা করলে উল্লেখিত ঠিকানায় মোঃ ফুল মিয়ার বসত ঘর হতে ল্যাভেল পরিবর্তন করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।

এসময় ১৪১ পিস নকল সানসিল্ক, ৭৫ পিস ড্যাভ শ্যাম্পুসহ বিভিন্ন নামি দামি ব্যান্ডের ৩৫৫ টি নকল শ্যাম্পু জব্দ করা হয়। বাসায় কর্মরত অবস্থায় সকলে পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করে ডিবি।

জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(উত্তর) মেহেদী হাসানসহ আরও অনেকে। পরে আটককৃতদের নামে যথাযথ আইনে মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button