দেশজুড়ে

শ্রীনগরে বখাটের কুড়ালের কোপে স্কুল ছাত্র আহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বখাটের চাইনিজ কুড়ালের কোপে এক স্কুল ছাত্র আহত হয়েছে। মো. সৈকত (১৮) নামে আহত ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। পাটাভোগ কামারখোলা গ্রামের মো. দিলু বেপারীর ছেলে বখাটে ফয়সাল (২৫) নেতৃত্বে তার সহযোগী রাহাত মোস্তফা (২৩), সৈকত (২৪), আলমগীর (২৪) ও মহাদেবসহ (২৫) একটি গ্রুপের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বখাটে ফয়সালের সাথে শ্রীনগর কলেজের সামনে এক প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। এ সময় পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও গ্রামের মো. আব্দুল সালামের পুত্র এসএসসি পরীক্ষার্থী মো. সৈকত স্কুলে এসাইন্টমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় বখাটে ফয়সাল প্রতিপক্ষ ভেবে ছাত্র সৈকতের হাতে কুড়াল দিয়ে কোপ দেয়। এ সময় ফয়সালের সহযোগীরাও সৈকতকে মারধর করে। স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ভূক্তভোগী সৈকত অভিযোগ করে বলেন, আমি স্কুলের কাজ শেষে বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে বখাটে ফয়সাল আমাকে কুড়াল দিয়ে কোপ দেয়। আমি বুঝতে পারছি না কোন কারণ ছাড়া আমার ওপর কেন এই হামলা করা হল। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফয়সালের এক প্রতিবেশী জানায়, ফয়সাল এলাকায় কোন কাজকর্ম করে না। সে এলাকায় বখাটে হিসাবে পরিচিত। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ শুনতে পাওয়া যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার স্বাক্ষাত পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (ইএমও) জানান, ক্ষত হাতে ৪/৫টি সেলাই করা হয়েছে। রোগীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। হামলাকারীর সমন্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button