দেশজুড়ে
মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-১
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. সেন্টু সরকার (৩৬) নামে ১ জন মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। বুধবার (১ ই সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার হামিদপুর থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, বুধবার বিকাল আনুমানিক ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মো. সেন্টু সরকার কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আসামি মো. সেন্টু সরকার মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলাকান্দি গ্রামের নুর হোসেন সরকার এর ছেলে। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।