দেশজুড়ে

ঘাটাইলে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে উপজেলার গারোবাজার খামার বাড়িতে এসব অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।

উপজেলার রসুলপুর বিএনপির সভাপতি আঃ জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাধারণ সম্পাদক আ. খ. ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী প্রমূখ।

সভা পরিচালনা করেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ জলিল ভূইয়া। এ সময় উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button