ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই প্রাণ হারালেন
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ’দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর ভাই হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের দুই পুত্র মোটরসাইকেল চালক নাসির উদ্দিন (৪৫) ও আরোহী ওয়াজি উল্লাহ্ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা -আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে এ’সময় ঘটনাস্থলেই দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়।
এ’বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন- সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।