দেশজুড়ে
হরিপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
জসীম উদ্দীন ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুরে বিছানায় সাপের কামড়ে মানিকা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে । সে হরিপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের খোলড়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩০ আগস্ট) গভীর রাতে, খোলড়া গ্রামে মৃতের স্বামী জসিম উদ্দিনের বাড়িতে।
মৃতের স্বামী জানায়, সোমবার সন্ধায় খাওয়া দাওয়া করে রাতে স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ঘরে বিছানায় শুয়েপরি। হঠাৎ রাত অনুমান তিনটার দিকে তার স্ত্রী অসুস্ত বোধ করলে বিছানা থেকে উঠে ঘরে বাতি জ্বালাই এসময় বিছানার কাপরের সাথে সাপ দেখতে পাই এবং সাপটিকে মেরে ফেলি । স্ত্রী কে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করলে বাড়িতেই সে মারা যায়।
এবিষয়ে ৫নং ইউনিয়নের চেয়ারম্যান সত্যতা স্বীকার করেছেন।