দেশজুড়ে

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দি মানুষ দূর্ভোগে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি সেতু পয়েন্টে সামান্য হ্রাসপেয়ে তা বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ দিন ভর এ অঞ্চলে বৃষ্টি পাত না থাকায় তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে । বিভিন্ন নীচু এলাকা ও চরাঞ্চলে এখনো প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করছে।

এদিকে আকস্মিক এ বন্যায় পানিতে তলিয়ে গেছে নদ-নদী অববাহিকাসহ নীচু এলাকার বিপুল পরিমাণ জমির রোপা আমন ক্ষেত।

ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে নিরুপন করা না গেলেও ধারণা করা হচ্ছে ১২ হাজার হেক্টর রোপা আমন ক্ষেত ও ৮৫ হেক্টর জমির সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, তিস্তা, ধরলা ও ব্রম্মপুত্র নদ তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা নদী গর্ভে বিলীন হওয়ায় অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে দুর্বিসহ জীবনযাপন করছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button