রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন’র তৎপরতায় জনমনে প্রশান্তি
শাহীন আলম, রাজশাহী: পুলিশ জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগণের মাঝে পুলিশের সেবা পৌছে দিতে রাজশাহী জেলার নবাগত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি এ জেলায় যোগদানের পর থেকেই মাদক নিয়ন্ত্রন ও সব ধরনের অপরাধ রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাজশাহী জেলাবাসীর দীর্ঘদিনের দাবি রাজশাহী জেলার প্রতিটি থানাকে দালাল ও তদবির মুক্ত করার বিষয়ে তিনি সাহসী কঠোর ভূমিকা পালন করে দালাল মুক্ত করেছেন রাজশাহী জেলার প্রতিটি থানাকে।
রাজশাহী জেলার মাদক ব্যবসায়ী গডফাদাররা গত কয়েক বছর যাবত প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ফেন্সিডিলসহ রমরমা ইয়াবা বানিজ্য চালিয়ে আসলেও রহস্য জনক কারনে কেউ তাদের আটক করতো না। কিন্তু বর্তমান রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ২০২০ সালের অক্টোবর মাসের ১ তারিখে রাজশাহী জেলা পুলিশ সুপার যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক ব্যবসায়ী গডফাদারদের আটকের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করেন।
এদিকে রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) সার্বিক তৎপরতায় জনমনে প্রশান্তি ফিরেছে।একের পর এক মাদক সম্রাটদের আটকে সাধারন মানুষ সস্থি প্রকাশ করেছেন। এলাকার সচেতন মহল সব সময়ই মাদকের বিরুদ্ধে এরকম জিরো টলারেন্স আশা করেন।
রাজশাহী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাজশাহী জেলা পুলিশ সুপার বলেন, রাজশাহী বাসীর গর্ব করার মত অনেক কিছু আছে। তার মধ্যে,কিছু অসাধু মাদক ব্যাবসায়ীদের কারনে রাজশাহী জেলার সুনাম নষ্ট হচ্ছে। আর তিনি এজন্য সব সময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে চান।
তিনি বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার কারনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পূর্বের ন্যায় এখন আর প্রকাশ্যে নারীদের ইভটেজিং, চুরি, চালকদের আহত করে মোটর সাইকেল ছিনতাইয়ের মত ঘটনাগুলো আর নেই। গর্ব করার মত রাজশাহী জেলা গড়তে তিনি সাংবাদিক এবং সচেতন রাজশাহী জেলাবাসীর কাছে থেকে সুষ্ঠু ও সুপরিকল্পিত দিক নির্দেশনা আশা করেন।