দেশজুড়ে

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান হয়। রবিবার(২৯ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার সানির উপস্থাপনায় ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন, সহকারী প্রোগ্রামার রাকিবুল হাসান।

বক্তারা নান্দাইল উপজেলার সৎস্য চাষ সম্পর্কিত সকল তথ্য তুলে ধরেন। পরে তারা মৎস্য চাষ সম্পর্কিত উপস্থিত সাংবাদিকেদর উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন। এসময় উপজেলায় অবৈধ কারেন্ট জালের নির্মূল করতে উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।

এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টম্বর পর্যন্ত ৭ দিন মৎস্য সপ্তাহ ঘোষণা করেন। এসময় উপজেলার সফল ৩ জন মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার প্রদাণ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button