দেশজুড়ে
শার্শা সীমান্তে ভারতে পাচারকালে কবুতর ও বিদেশি রাজা হাঁস উদ্ধার


শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪ টি সিরাজি কবুতর ও ৬ টি বিদেশী রাজা হাঁস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
বৃহস্পতিবার(২৬ আগষ্ট) ভোরে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। আটক কবুতর ও রাজা হাঁস এ মূল্য ১২ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান.গোপন সংবাদে ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ টি বিদেশি রাজা হাঁস এবং ২৪ টি বিদেশি সিরাজি কবুতার পরিত্যক্ত উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা আগেই পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক কবুতর ও রাজা হাঁস খুলনা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে তিনি জানান।