দেশজুড়ে

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে দুই নারী গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৫ আগষ্ট ২০২১ বুধবার দুই জন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়ার নেতৃত্বে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় পুরাতন পাড়া ও চর গোবিন্দবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় জামালপুর সদর থানায় পৃথকভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button