দেশজুড়ে

নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ উক্ত কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুলের প্রস্তাবে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভূইয়া ও বীরমুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহন সহ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে সভায় বিগত দুই মাসে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা উপস্থাপন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ।

এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম রেণু, এনামুল হক বাবুল, প্রভাষক অরবিন্দ পাল অখিল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী ও সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী।

এসময় পৌরসভায় এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করায় মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াকে অভিনন্দন জানানো হয়। একই সাথে নান্দাইলে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ, পলিথিন মুক্ত ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button