দেশজুড়ে

ধামরাইয়ের বেলীশ্বর গ্রামের মন্দির ও শ্নশানের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও সার্বজনীন মহাশ্মশানের জমি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে স্হানীয় সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বেলীশ্বর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও মহাশ্মশানের জমি অবৈধভাবে দখল চেষ্টার ঘটনায় সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র পাল ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছে।

মঙ্গলবার (২৪শে আগস্ট) দুপুরে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও মহাশ্মশান এর জমি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে এলাকার শতশত নারী -পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মহাশ্নশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র পাল বলেন- মহাশ্মশান এর জমি অবৈধভাবে জবর-দখলের অপচেষ্টা সহ আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে সঞ্চয় কুমার বসাক।
বেলীশ্বর গ্রামের এ’মহাশ্নশান এর জমি দখল মুক্ত রাখার জন্যই শতশত নারী -পুরুষ সম্মিলিত ভাবে এ’মানববন্ধন কর্মসূচি স্বতঃস্ফূর্ত ভাবে পালন করেছে।

অভিযুক্ত সঞ্চয় কুমার বসাক বলেন এই জায়গা আমরা বিট্রিশ আমল থেকে আমরা ভোগদখল করে আসছি।ওরা বুয়া দলিল বানিয়ে শ্নশানের জায়গা বলে দাবি করছে।

যদি মন্দির ও শ্নশানের জমি হয়ে থাকে তাহলে কাগজ-পত্র দলিল নিয়ে বসুক।কাগজ যার টিকবে সেই হবে জমির মালিক ।

এ’বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম বলেন শ্নশানের জমির বিষয়ে বেলীশ্বর গ্রামের মন্দির পরিচালনা কমিটির লোকজন এসেছিল।যেহেতু জমি-জমার বিষয় তাই তাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button