দেশজুড়ে
সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসার পিয়নের মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের সোনার হাট দারুল উলুম দাখিল মাদ্রাসার পিয়ন মোজাম্মেল হক বিষু নামের এক যুবকের বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। বিষু ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিষু তার নিজ বাড়িতে নলকূপেরর সাথে মোটরের লাইন সংযোগ করতে গিয়ে বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে সে গুরুতর অসুস্থ্য হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার তাকে মৃত্যু ঘোষণা করে।
সোনারায় ইউপি চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।