দেশজুড়ে

সাদুল্লাপুরে সার বোঝাই শ্যালো চালিত ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে সার বোঝাই শ্যালো চালিত ট্রলির ধাক্কায় সাইফ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

২৩ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে সাদুল্লাপুর-টু- মাদারগঞ্জের রাস্তায় চৌধুরী বাজারের পশ্চিম পাশে বড় জামালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি বড় জামালপুর গ্রামের মিলন মিয়ার পুত্র।

জানা যায় যে, শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এসময় একটি শ্যালো চালিত ট্রলি শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button