হেল্প চাঁপাই এর উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

0
84

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা,পাগলা ও পদ্মা নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় শিবগঞ্জ উপজেলার ১২ নং পাকা ইউনিয়নের চরপাকা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং এ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট এ্যান্ড আইটি’র কান্ট্রি ডিরেক্টর ও সিইও এবং হেল্প চাঁপাই এর সভাপতি জারা জাবীন মাহবুবের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে।

আজ ২৩ আগস্ট রোজ সোমবার হেল্প চাঁপাই এর সভাপতি জারা জাবীন মাহবুবের উদ্যোগে ১২ নং পাকা ইউনিয়নে সাড়ে তিনশত বন্যার্ত পরিবারের মাঝে হেল্প চাঁপাই এর সাধারণ সম্পাদক মোঃ জিলহাজ বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহানসহ হেল্প চাঁপাই সংগঠনের সদস্যবৃন্দরা নৌকায় করে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় বন্যার্ত পরিবার এসব ত্রান পেয়ে হেল্প চাঁপাই সংগঠনের সভাপতি জারা জাবীন মাহবুবের প্রতি কৃতজ্ঞতা জানান। খাদ্যসামগ্রী হিসেবে দেওয়া হয়,৫কেজি চাল,৫ কেজি আলু,২লিটার তেল,২কেজি চিড়া,২কেজি ডাল,খাবার স্যালাইন ৬পিস।