দেশজুড়ে

শার্শার গোগায় ডিবি’র অভিযানে ফেনসিডিল সহ আটক-২

নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের শার্শার পল্লীতে অভিযান চলিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আল-আমিন(২২) ও জাহিদ হোসেন(১৯) নামে দুই চিহ্নিত কিশোর মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বরিবার(২২ আগষ্ট) বিকাল ৫,৩০ মিনিটের দিকে উপজেলার কালিয়ালীনী গ্রাম থেকে তাদেরকে এ মাদকদ্রব্য সহ আটক করা হয়।

আটক আল-আমীন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালীয়ানী (উত্তর পাড়া) গ্রামের কোরবান আলীর ছেলে ও জাহিদ একই গ্রামের তৌহিদুলের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,যশোর ডিবি পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এসআই লিটন মন্ডল, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটি চৌকস টিম শার্শাা থানাধীন গোগা কালিয়ানী উত্তরপাড়াস্থ জামে মসজিদ কবরস্থান এর দক্ষিন পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ উক্ত দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১,৫০,০০০/- টাকা।

এ বিষয়ে ডিবি পুলিশে এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button