আন্তর্জাতিক

মেক্সিকোতে হারিকেন গ্রেইসের তাণ্ডবে নিহত ৮

মেক্সিকোর পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় গ্রেইসের তাণ্ডবে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঝড়ের সঙ্গে আসা প্রবল বর্ষণ ও তুমুল বাতাসে মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও দেখা দিয়েছে আকস্মিক বন্যাও। খবর এপি ও বিবিসির।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে আছড়ে পড়ে। হারিকেনে এখন পর্যন্ত ওই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রাজ্যটির রাজধানী হালাপার অসংখ্য সড়ক পরিণত হয়েছে কাদার নদীতে।

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়া গ্রেইস পরে ক্রান্তীয় ঝড় হিসেবে মেক্সিকোর ভেতরের দিকে অগ্রসর হয়। রাজধানী মেক্সিকো সিটির উত্তর দিয়ে যাওয়ার সময় তুমুল বাতাস ও বর্ষণের কারণে সেখানেও বন্যা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঝড়টি মেক্সিকোর মূল ভূখণ্ডে আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত। হারিকেনে এখন পর্যন্ত যে আটজনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ছয়জন একই পরিবারের। রাজ্যটির উপকূলীয় শহর টেকোলুতলার বাসিন্দারা হারিকেন গ্রেইসের তাণ্ডবকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button