আন্তর্জাতিক
ভারতে করোনা পরীক্ষা ৫০ কোটি ছাড়াল
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে করোনা পরীক্ষা হয়েছে ৫০ কোটি ৩ লাখ ৮৪০। বৃহস্পতিবার সকালে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে জানা যায়, দৈনিক সংক্রমণ বুধবারের তুলনায় একটু বাড়লেও বৃহস্পতিবার তা ৪০ হাজারের নিচেই রয়েছে। নতুন করে ভারতে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৪০১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮। আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতের অবস্থা দ্বিতীয় ও প্রাণহানিতে তৃতীয়।
পাঁচ দিন পর দেশটির দৈনিক মৃত্যু ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। পুরো মহমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৩ হাজার ৪৯ জনের।
সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র ও কেরালায় দৈনিক মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি। সংক্রমণ কম হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন।