দেশজুড়ে

ধামরাইয়ে প্রয়াত জিতেন্দ্র মাষ্টারের মেঝো ছেলে বিদ্যুত বনিকের পরলোকগমন

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক স্বর্গীয় জিতেন্দ্র বণিকের মেঝো ছেলে ও বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ, ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ বণিকের সহোদর ভাই বিদ্যৎ বণিক গত ১৮ই আগস্ট দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪২ বছর।

মৃত্যুকালে স্ত্রী, একপুত্র,এক কন্যা, দুই ভাই,আত্নীয় -স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিদ্যুত বনিকের শবদেহ ধামরাই মহাশ্মশানে সৎকার /দাহ সুসম্পন্ন করা হবে।

প্রয়াত বিদ্যুত বণিক এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির,ধামরাই উপজেলা কমিটি , ধামরাই উপজেলা অঙ্গনের শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটি, বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি সহ বিভিন্ন মন্দির কমিটি।

প্রয়াত বিদ্যুৎ বণিকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) বলেন-
মানুষের মৃত্যু কত সহজ হয়ে গেছে, বয়স না হতেই মৃত্যু মানুষের আপন করে নিচ্ছে। প্রিয় মানুষ গুলো সামান্য অসুস্থতাতেই মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে।

” মানুষের মৃত্যু কত সহজ ও অবিশ্বাস্য, জীবনের অনেক কিছু অসত্য হলেও মৃত্যু টা চিরন্তন সত্য.
সত্যিটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সত্যি সবাই এখনো বিশ্বাস করতে পারছে না, বিদ্যুত বনিক আর আমাদের মাঝে নেই,,ওপারে ভালো থাকুক । এই কামনা জানালেন সাংবাদিক রনজিত কুমার পাল সহ এতদ্ অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button