দেশজুড়ে

মমেক হাসপাতালে মৃত্যু কমেছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তিকৃত রোগী ও মৃত্যুর সংখ্যা দুটিই কমেছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাতজনের। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ময়মনসিংহের ও একজন জামালপুরের বাসিন্দা। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে গত এক সপ্তাহ ধরেই কমতে শুরু করেছে রোগীর সংখ্যা। ৪০২ শয্যার এই করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৮৬ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

এদিকে জেলায় একদিনে ৯৯৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ১৮৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button