রাজনীতি
দ্বিতীয় ডোজ নিতে টিকাকেন্দ্রে যাচ্ছেন খালেদা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টার দিকে তিনি তার বাসা থেকে বের হন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেলে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে তিনি টিকা নেবেন।
ইতোমধ্যে হাসপাতাল চত্বরে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ মহিলা দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন। এর আগে ১৯ জুলাই এই হাসপাতাল থেকে খালেদা জিয়া করোনার টিকার প্রথম ডোজ নেন।