দেশজুড়ে
রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাওঁয়ের রানীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে ১৬ আগষ্ট সোমবার সকালে বিদ্যুতের শক লেগে রাজা(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রাজা ঐ গ্রামের মোঃ আবু হোটেলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, পেশাগতভাবে রাজা চার্জার অটো চালাতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে অটোর ব্যাটারি চার্জ খুলতে গিয়ে বিদ্যুতের প্রচন্ড শক পায়। শক লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, আমরা খবর পেয়ে ঐ সময় ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে এদিনেই স্থানীয় কবরস্থানে মৃতের দাফন সম্পন্ন করা হয়েছে।