আন্তর্জাতিক

তালেবানের পক্ষে পোস্ট-কমেন্ট নিষিদ্ধ করলো ফেসবুক

তালেবানপন্থি যেকোনো পোস্ট ও কমেন্ট নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা একদল আফগান বিশেষজ্ঞকে এ সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ ও প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। খবর বিবিসির।

তালেবানকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ মনে করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ফেসবুক জানিয়েছে, তাদের এই নীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তালেবান যোদ্ধারা প্রধানত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button